ফড়িং মিডিয়া, জামালপুর: বন্যার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার রাত ৮টায় এ নির্দেশ দেওয়া হয়। জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী রেল লাইনে বন্যার পানি ওঠায় এ ব্যবস্থা নেয় রেলওয়ে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে।

তবে জামালপুর রেলওয়ে জংশন পর্যন্ত ট্রেন যথারীতি চলবে। জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার জহরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

rail-waterতিনি জানান, ইসলামপুর এলাকায় রেল লাইনে পানি ওঠায় দেওয়ানগঞ্জগামী ট্রেন চলাচল বন্ধ ‍রাখা হয়েছে। বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে। ফলে এ রুটে চলাচলকারী ব্রহ্মপুত্র এক্সেপ্রেস, কমিউটার-১. কমিউটার-২ ঢাকা থেকে জামালপুর রেলওয়ে জংশন পর্যন্ত চলাচল করবে।

প্রসঙ্গত, বন্যায় জামালপুরের সাত উপজেলার প্রায় ৪৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় পানি বিপদসীমার ১২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।