ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: অনেকেরই অভিযোগ, লিপস্টিক দিয়েও ঠিক ফুটে ওঠে না তাদের ঠোঁট। উজ্জ্বল সব লিপস্টিকের শেড বিবর্ণ লাগে তাদের ঠোঁটে, অথবা রংটা ঠিক সমান মনে হয় না ঠোঁটের পুরো অংশে।

একেকটি সমস্যার একেকটি সমাধান? নাহ। এমন একটি কৌশল আছে যাতে লিপস্টিক দেওয়ার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র ২ মিনিটে! জানতে চান কী সেই কৌশল?

সেই কৌশলটি হলো কনসিলারের যথাযথ ব্যবহার। এক্ষেত্রে আপনি লিকুইড কনসিলার একটি কটন বাডের সাহায্যে ঠোঁটের লাইন বরাবর প্রয়োগ করে নিতে পারেন। ঠোঁটে লিপস্টিকের ষেড ফুটিয়ে তুলতে ঠোঁটের পুরো অংশটাতেই আলতো হাতে কনসিলার দিতে পারেন। এতে ঠোঁটের অসমান রংও ঢাকা পড়ে যাবে।

এরপর সুন্দর করে পছন্দমত শেপ এঁকে নিন লিপ লাইনার দিয়ে। সবশেষে লিপস্টিক দিয়ে নিন। একই সাথে ঠোঁটের সুন্দর শেপ এবং লিপস্টিকের উজ্জ্বল ও সমান টোন আসবে এই কৌশলে।