সব সময় একই স্টাইলে শাড়ি পরতে পরতে বোর হয়ে গেছেন? এখন শাড়ি বাদ দিয়ে আগ্রহ জন্মাচ্ছে অন্য কোন পোশাকে। ঠিক এই মুহুর্তে যদি শাড়ি পরায় নতুন স্টাইল আনা যায়, তবে শাড়ির প্রতি জন্মাবে নতুন আকর্ষণ। এটি একদিকে যেমন হবে জমকালো, অপরদিকে তেমন হবে রুচিশীল। বিভিন্ন অনুষ্ঠানে প্রশংসাও পেতে পারেন সবার কাছ থেকে। পরতে সোজা, দেখতেও স্টাইলিশ এমন কিছু শাড়ী পরার কৌশল ধারাবাহিক ভাবে তুলে ধরা হল। আজকের বিষয় কেরালার বিবাহের স্টাইল।