ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: রাজশাহীর মোহনপুর থেকে অপহৃত মাদ্রাসার ছাত্রীকে নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারী মতিউর রহমান সাগরকে (১৯) গ্রেফতার করা হয়েছে।
মোহনপুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, গত ১ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে পাশের বাগমারা উপজেলা মাঝিগ্রামের আলতাফ হোসেনের বিবাহিত ছেলে মতিউর রহমান সাগর (১৯) মাদ্রাসার সামনে থেকে অপহরণ করে।
অপহরণের ৪ দিন পর ছাত্রীর মা বাদী হয়ে মোহনপুর থানায় অপহরণের মামলা দায়ের করেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে ভিকটিমকে পরীক্ষার জন্য মেডিকেল ও আসামিকে জেল-হাজতে পাঠোনো হয়েছে বলে জানান তিনি।