ফড়িং মিডিয়া – বিনোদন ডেস্ক: অভিনেত্রী লিজা হেডেন ইতিমধ্যে নিজের অভিনয়ের মাধ্যমে বলিউডে পেয়েছেন বেশ জনপ্রিয়তা। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় নিজের বিয়ের ঘোষণা দিয়ে বসলেন নায়িকা।
পাকিস্তান বংশদ্ভূত ব্রিটিশ এন্ট্রিপ্রিনিউয়ার গুল্লু লালভানির ছেলে দিনোকে বিয়ে করতে যাচ্ছেন লিজা। ২০০৮ সালে বাবার কোম্পানি বিনাটোন টেলিকমের চেয়ারম্যান হিসেবে আসন গ্রহণ করেছেন দিনো।
ইনস্টাগ্রামে প্রেমিক দিনোর সঙ্গে চুমুর ছবি পোস্ট করে লিজা লিখেছেন, ‘একেই বিয়ে করছি। সম্প্রতি গ্রিসে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা। প্রায় এক বছর ধরে এই মার্কিনি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আছেন লিজা।
গত বছর অক্টোবরে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন লিজা। আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দিনোর সঙ্গে নিজের সম্পর্কের কথা গণমাধ্যমে প্রকাশ করেন তিনি। বলিউড ছবি ‘কুইন’, ‘হাউজফুল ৩’ সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবির অভিনেত্রী লিজা।