ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: নড়াইলের লোহাগড়ার ইতনা ইউপি পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান টগরের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল বুধবার লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যানের স্ত্রী মীনা মাহফুজা হক সীমা।

তিনি বলেন, প্রতি হিংসার বশবতি হয়ে এলাকার একটি স্বার্থান্বেষী মহল আমার স্বামীর গড়ে ওঠা সুনাম ও ভাবমুর্তি নষ্ট করার জন্য পুলিশকে ব্যবহার করে এহেন মিথ্যা মামলা দায়ের করেছে । আমার স্বামী আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনার সাথে জড়িত নয়। পুলিশের কাছ থেকে আসামী দৌড়ে পালিয়ে যায়।

উল্ল্যে, গত ৭আগষ্ট রাতে ইতনা এলাকা থেকে ডাকাতি মামলার আসামীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে লোহাগড়া থানায় মামলা হয়েছে । এ মামলায় ইতনা ইউপি পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান টগরসহ ১৬ জনের নাম উলেখ করে অজ্ঞাত ৭০/৮০ জন কে আসামী করা হয়েছে ।