ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এলাকা বাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউপির শুলটিয়া গ্রামের রবিন গাছির মেয়ে ৭ম শ্রেনী ছাত্রী সুর্বনা গাছি (১৩) কে গত মঙ্গল বার গভীর রাতে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড় দেয়।

এ সময় তার চিৎকারে বাড়ির লোক জন ঘুম থেকে উঠে সুর্বনা কে স্থানীয় ছারু নামের এক ওঝার কাছে নিয়ে যায়। ওই ওঝা সুর্বনাকে দেখে পরিবারের লোক জন কে জানান, তাকে ইদুরে কামড় দিয়েছে, কিছু হবেনা বলে বাড়ি পাঠিয়ে দেয়।

বড়িতে আসার পর তার অবস্থার অবনতি হলে পুনোরায় পাার্শ্ববর্তী দেবী গ্রামের আকিক কবিরাজের কাছে নিয়ে যাওয়র পথে আজ বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।