ট্রেন্ডি কালার নয়। এবার রাশির সঙ্গে রং মিলিয়ে টাচ-আপ দিন মেকআপে। অবাক হওয়ার কিছু নেই। রাশি অনুযায়ী প্রত্যেকেরই একটা করে পাওয়ার কালার আছে। আর সেই রং দিয়ে যদি তোমার ঠোঁট সাজান, তাহলে পার্টি থেকে বিয়েবাড়ি আপনিই হবেন মধ্যমণি। তাছাড়া তোমার মনের মানুষটির চোখ আটকাবে এই ঠোঁটে।
মেষ: তোমাদের পাওয়ার কালার রেড। ভেলভেট ফিনিশ ঘন লাল। এছাড়াও ব্রাউন এবং অরেঞ্জ তোমাদের জন্য লাকি। এক কথায় ডিপ কালার তোমাদের জন্য। এড়িয়ে চলবে হালকা গোলাপি।
বৃষ: তোমরা হলে পিঙ্ক বেবি। যেকোনও শেডের গোলাপি লিপস্টিক ব্যবহার করতে পার। এ ছাড়াও যে সব রং তোমাদের জন্য ভাল তা হল ভায়োলেট, খয়েরি, প্যাস্টেল শেড। লাল রং কিন্তু তোমাদের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। তাই লাল এড়িয়ে যাও।
মিথুন: তোমাদের প্রধান রং হল কমলা। গোল্ডেন বেজ বা ঘন সোনালি ঘেঁষা ব্রাউন। এড়িয়ে চলবে লালের যে কোনও শেড।
কর্কট: ন্যাচারাল ব্রাউন লিপস্টিক সঙ্গে গ্লস।এড়িয়ে চলুন লালা। এ ছাড়াও মেটালিক, টারকোয়াইজ় রং তোমাদের জন্য ভাল । এড়িয়ে চল ফ্যাকাশে রং এবং প্যাস্টেল শেড
কন্যা: তোমাদের জন্য সবচেয়ে সুটেব্ল কালার ব্রোঞ্জ ব্রাউন। এড়িয়ে চলবে লালের যে কোনও শেড। খয়েড়িও তোমাদের জন্য ভাল।
তুলা: তোমাদের সবচেয়ে লাকি কালার সবুজহালকা বেজ, গোলাপি বা হালকা গোলাপি। এছাড়া গোলাপি এবং হালকা গোলাপি, পার্পল বেশ লাকি তোমাদের জন্য। এড়িয়ে চলবে যেকোনও গাঢ় রং।
বৃশ্চিক: তোমাদের জন্য শুভ ঘন গোলাপি রং এবং লাল। তাছাড়া বার্গেন্ডি, পার্পল, মেরুন তোমাদের জন্য ভাল। এড়িয়ে চল হালকা যে কোনও রং।
ধনু: পার্পল ঘেঁষা রং, যাতে রুপোলি রংয়েরও ছোঁয়া আছে তোমাদের জন্য লাকি। এড়িয়ে চলবে ঘন লাল,
কুম্ভ: তোমাদের জন্য সবচেয়ে সুটেব্ল কালার শিমারিং ব্রাউন এবং ব্রোঞ্জ। এ ছাড়াও যে সব রং তোমাদের জন্য ভাল তা হল খয়েরি। এড়িয়ে চলবে কমলা।
মকর: তোমাদের জন্য সবচেয়ে শুভ রং মেটালিক ভায়োলেট। এড়িয়ে চলবে: যে কোনও চিরাচরিত রং। এছাড়া সব রং ব্যবহার করতে পার।
মীন: অ্যাকোয়া ব্লু তোমাদের জন্য পারফেক্ট লার নুড লিপ্সে গ্লস। বেগুনি বং ব্যবহার করতে পারেন। এড়িয়ে চলবে: খুব গাঢ় যেকোনও রং।