ওটিটি মাধ্যম দিয়ে আবার পর্দায় ফিরছেন এক সময়ের বলিউড সেনসেশন মাধুরী দীক্ষিত।

আসছে ২৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন মাধুরী দীক্ষিত। গেল বছর মাধুরীকে নিয়ে একটি টিজার প্রকাশ করে ওটিটি মাধ্যম নেটফ্লিক্স। সেই টিজারের এক ঝলক দেখেই তাকে আবার পর্দায় দেখার জন্যে মুখিয়ে ছিলেন তার ভক্তরা। এবার সেই আশা পূরণ করে ফিরছেন স্বপ্নের নায়িকা মাধুরী।

তবে মাধুরীর প্রকাশ পাওয়া আগের টিজারে জানানো হয় তার ওয়েব সিরিজের নাম ‘ফাইন্ডিং অনামিকা’। তবে এবার সেই নামে নয় নতুন নামে নতুন ভাবে পোস্টার প্রকাশ করা হয়েছে তার। মাধুরী অভিনীত প্রথম ওয়েব সিরিজে একজন সুপারস্টারের ভূমিকায় দেখা যাবে তাকে। তাছাড়া সিরিজের পুরো কাহিনী তাঁকে ঘিরেই আবর্তিত হবে। প্রযোজক কারাণ জোহার ঘোষণা করেন, ২৫ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাবে ‘দ্য ফেম গেম’ নামে। বেশ কিছু বদল আনা হয়েছে এর সিরিজের পোস্টারেও।

সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় অভিনয় করেছেন মাধুরী। বাস্তব জীবনে আচমকাই উধাও হয়ে যান অনামিকা। পুলিশ ও নিকটজনেরা তাঁর খোজ করতে গেলে বেরিয়ে আসে এই কিংবদন্তী অভিনেত্রীর জীবনের নানা অজানা তথ্য ও যন্ত্রণার কাহিনী। বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলী পরিচালিত সিরিজটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানব কল, সঞ্জয় কপূর, সুহাসিনী মূলেসহ আর অনেকে।

মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে অবোধ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর একে একে কাজ করেন বেটা, খলনায়ক, হাম আপকে হ্যাঁয় কৌন সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। ১৯৯৯ সালে বিয়ের পর নিজেকে আড়াল করে নেন শোবিজ অঙ্গন থেকে তবে ২০০৭-এ ‘আজা নাচলে’ ছবির মাধ্যমে আবারো বলিউডে প্রত্যাবর্তন করেন মাধুরী। তবে সেভাবে আর আগের মত জ্বলে উঠতে দেখা যায়নি তাকে। এবার ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে নতুন করে মেলে ধরবেন এই তারকা তা দেখার অপেক্ষায়ই এখন মাধুরী ভক্তরা।