ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: লিয়ামকে বিয়ে করতে হলে মাইলিকে ছাড়তে হবে মাদকের নেশা, এমন শর্তই দিলেন লিয়াম। মাইলিও তা–ই করলেন। লিয়ামকে বিয়ে করার জন্য মাদকের বিষাক্ত ছায়া থেকে বেরিয়ে এলেন।
হলিউডের আলোচিত সংগীত ও অভিনয়শিল্পী মাইলি সাইরাস ভয়ংকর রকমের মাদকাসক্ত ছিলেন। একটি মার্কিন সাময়িকী মাইলির মাদকাসক্তি নিয়ে করা একটি প্রতিবেদনে লিখেছিল, হেন কোনো মাদক নেই, যা মাইলি সেবন করেননি। গাঁজা থেকে শুরু করে হেরোইন, কোকেন, এলএসডি, আরও কত নাম না–জানা মাদক সবই নিয়মিত সেবন করতেন এই ‘হ্যানা মন্টানা’ তারকা।
তাছাড়া এই মাদকের প্রভাবেই তাঁর জীবনযাপনও হয়ে ওঠে উচ্ছৃঙ্খল। কিন্তু লিয়াম হেমসওর্থ এখন তাঁকে আবারও সেই হ্যানা মন্টানা সময়কার মিষ্টি মাইলির রূপে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। মাদকাসক্তি ছাড়ার পাশাপাশি মাইলিকে আপত্তিকর মঞ্চ পরিবেশনা ও উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে বেরিয়ে আসার শর্তও দিয়েছেন লিয়াম।
২০১০ সালে ‘দ্য লাস্ট সং’ ছবির সেট থেকে প্রেম শুরু হয় লিয়াম ও মাইলির। ২০১৩ সালে ভেঙে যায় দুজনের সম্পর্ক। এরপর মাইলি বিপথে চলে যান। শুরু করেন মাদক গ্রহণ। বিগড়ে যায় তাঁর জীবনযাপন। কিন্তু এ বছরের শুরুর দিকে মাইলির জীবনে আবারও লিয়াম ফিরে আসেন। শোধরাতে থাকেন বিগড়ে যাওয়া মাইলি। তিন বছর আগের বাগদানের আংটিটি আবারও মাইলির অনামিকায় দেখা যায়।
লিয়ামের এক বন্ধু মাইলির এই ইতিবাচক পরিবর্তন নিয়ে বলেছেন, ‘লিয়াম কখনোই চাইত না, তার হবু স্ত্রী ও ভবিষ্যৎ সন্তানের মা মাদকে আসক্ত হোক। তাই মাইলির ব্যাপারে বরাবরই দ্বিধাগ্রস্ত ছিল সে। কিন্তু লিয়ামের জন্য মাইলি নিজেকে যেভাবে নতুন করে গুছিয়ে আনল, তা দেখে এখন লিয়াম অনেকটাই আশ্বস্ত ও আত্মবিশ্বাসী। সে এখন মাইলিকে নিয়ে গর্ব করে।’
সূত্র: রাডার অনলাইন।