ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: সেক্স নিয়ে প্রতিদিনই গবেষণা চলছে। একাধিক গবেষণাতে বলা হচ্ছে, ডগি স্টাইলই সেরা সেক্স পজিশন। বাৎসায়নের কামসূত্রতেও উল্লেখ রয়েছে ডগি স্টাইলের। যদিও নামটি আধুনিক। বিশ্বজুড়েই সঙ্গী-সঙ্গিনিদের পছন্দের তালিকায় শীর্ষে এই আঙ্গিক।
বিশেষজ্ঞরা বলছেন, পুরুষ ও নারীর কাছে এই স্টাইল সমান জনপ্রিয়। মহিলাদের যোনিতে বেশি উত্তেজনা তৈরি করে। আর পুরুষরা তো যৌনসুখ পানই।
ডগি স্টাইলে পার্টনারের সঙ্গে চোখে চোখ মেলাতে হয় না। সেটাও একটা কারণ এই স্টাইলকে এতটা পছন্দ করেন নারী-পুরুষ।
ডগি স্টাইলকে নানাভাবে বৈচিত্রপূর্ণ করা যায়। মিশনারি স্টাইলের চেয়েও এখানে পরীক্ষানিরীক্ষার সুযোগ রয়েছে। কীভাবে?
সাধারণভাবে পুরুষ পিছনে দাঁড়িয়ে থাকতে পারেন। আবার বসেও থাকতে পারেন। আবার শুয়ে পড়েও যোনিতে চাপ দিতে পারেন। পাশাপাশি পুরুষরা তাদের হাতও কাজে লাগাতে পারেন। যাকে বলে মাল্টি টাস্কিং। মাল্টি টাস্কিং সেক্সের মজা বাড়িয়ে দ্বিগুণ করে।
তাতেও আপনার সঙ্গিনি উত্তেজিত হন। পাশাপাশি সেক্সের মজা বাড়ে সঙ্গীসঙ্গিনিরা যদি দুষ্টুমিভরা ইঙ্গিত করেন। মুখে অশ্লীল ভাষাও কাম উত্তেজনা বাড়াতে সাহায্য করেন। ব্যবহার করুন নিষিদ্ধ ভাষা।
সূত্র: ইন্ডিয়া ডটকম