ফড়িং মিডিয়া – ন্যাশনাল ডেস্ক: রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে সিদ্ধান্ত গ্রহণে আরো সময় চেয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী। বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগার- ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার সন্ধ্যায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, মীর কাসেম আলীর কাছে বৃহস্পতিবার সকালে আবারো জানতে চাওয়া হবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। প্রাণভিক্ষা চাওয়ার জন্য তাকে রিজনেবল (যৌক্তিক) সময় দেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন তিনি।
তার আগে দুপুরে মীর কাসেম আলীর সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের জানিয়েছেন, তাদের নিখোঁজ সন্তান মীর আহমেদ বীন কাসেম ফেরার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।