ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: নগ্নদেহে তৃপ্তি পাওয়ার জন্য আর যেতে হবে না ঝোপের আড়ালে। সরকারি অনুমোদন নিয়েই এবার তৈরি হচ্ছে ন্যুডিস্ট পার্ক।
আদিম কালে মানুষের পোশাক-আশাক ছিল না। অনান্য পশু-পাখিদের মতোই তখন উলঙ্গ হয়ে কাটত জীবন। তবে সভ্যতার ছোঁয়া গায়ে লাগতেই পশু-চামড়া দিয়ে নিজেকে আবৃত করেছিল পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান জীবটি। সেই রীতিই ধীরে ধীরে নিয়ে এসেছে পোশাকের ধারণা।
সভ্য জগতের কেউ আর এখন নগ্ন দেহে ঘোরে না। কিন্তু সেই আদিমকালের ছোঁয়া পেতে কখনও তো ইচ্ছে হতেই পারে দু’দণ্ড নগ্ন শরীরে কাটানোর। প্যারিস, পৃথিবীর একমাত্র শহর যেখানে নগ্নতা মু্ক্তির প্রতীক।
গোটা শহরে বেশ কিছু ‘ন্যুডিস্ট হলিডে সেন্টার’ রয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন শুধু নগ্ন দেহে কিছুটা সময় কাটিয়ে যাওয়ার জন্য।
পৃথিবীর অন্যান্য বহু স্থানের মতো প্রকাশ্যে নগ্ন হওয়াটা এখানেও দণ্ডনীয় অপরাধ বলেই গণ্য হয়৷ ধরা পড়লে জরিমানা প্রায় ১০ লক্ষ টাকা৷ না দিতে পারলে ১ বছরের হাজতবাস তো বটেই৷ তাই এতদিন প্রকৃতির মাঝে নগ্নতার আস্বাদ থেকে বঞ্চিতই থেকে গিয়েছেন সকলে৷ তবে এবার প্রকৃতির সান্নিধ্যে এই স্বাদ পেতে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ‘ন্যুডিস্ট পার্ক’। উন্মুক্ত পরিবেশে এখানে পোশাকমুক্ত হতে পারবেন ইচ্ছুকরা।
প্যারিসের সিটি কাউন্সিলে একটি প্রশাসনিক বৈঠক হয় গত সোমবার৷ সেই বৈঠকে ঠিক হয়, শহরের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ‘ল্যাক ডমেনিল’-এ তৈরি হবে এই পার্ক৷ নগ্নতার স্বাদ পেতে শহরে আসা বিপুল পরিমান পর্যটকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্যারিস প্রশাসন৷ ডেপুটি মেয়র ব্রুনো জুলিয়ার্ডও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে জানা গিয়েছে৷
সূত্র: এবেলা