ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: বগুড়া ঠেঙ্গারামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ম্যাটর্স নার্সিং কলেজে এক ছাত্রীর নগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলর ঠেঙ্গারামায় অবস্থিত কলেজের পাশে থেকে তার নগ্ন লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর কলেজের ছাদে থেকে ফেলে হত্যা করা হয়েছে। নিহতের নাম ইসমত আরা মুন। সে বগুড়ার সোনাতলা উপজেলার হলুদিয়া বগা গ্রামের গাজিউল ইসলামের মেয়ে। সে ওই কলেজে ফাইনাল পরীক্ষা শেষে ইন্টার্ন করছিলেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলর ঠেঙ্গারামায় অবস্থিত কলেজের পাশে স্থানীয়রা তার নগ্ন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার অপারেশন ইন্সপেক্টার আজাদ জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ টিএমএসএস রফাতুল্লাহ মেডিকেল থেকে উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।