colombiaফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তির ওপর ২ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটিতে অর্ধ শতাব্দী ধরে বিদ্রোহী ও সরকার বাহিনীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত বন্ধ ঐতিহাসিক এই শান্তির লক্ষ্য।

প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস বুধবার একথা জানিয়েছেন। তিনি জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, এটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, রক্তক্ষয়ী অধ্যায়কে পেছনে ফেলে সংঘাত নিরসনের মাধ্যমে আমাদের সন্তান, ভবিষ্যত প্রজন্ম ও সকলের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত, বৈষম্যমুক্ত ও শিক্ষিত দেশ গড়ে তোলার এটি এক ঐতিহাসিক সুবর্ণ সুযোগ।