ফড়িং মিডিয়া – ন্যাশনাল ডেস্ক: টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বঙ্গবন্ধু সেতুগামী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অধিকাংশই বাসযাত্রী।
তিনি আরও জানান, উত্তরবঙ্গ থেকে ভুট্টা নিয়ে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। অন্যদিকে যাত্রীবাহী বাস ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল। এই দুই যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সহকারী নিহত হন।
তবে তার পরিচয় জানাতে পারেননি ওসি। এদিকে দুর্ঘটনার পর দীর্ঘ সময় রাস্তা আটকে থাকায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে। এতে অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।