orange pound cakeভিন্ন স্বাদের মিষ্টিমুখ চাই? তাহলে পানিয়ে ফেলুন তাসনুভা নওরীন রোজের রেসিপিতে দারুণ এই কেকটি।

উপকরণ

ময়দা – ১কাপ এবং ৩/৪ কাপ

বেকিং পাউডার – ১ চা চামচ এবং ১/২ চা চামচ

বেকিং সোডা – ১/৮ চা চামচ

অরেঞ্জ জুস – ১/৩ কাপ

অরেঞ্জ জেস্ট বা অরেঞ্জের খোসা – ১ চা চামচ

বাটার বা তেল – ৩/৪ কাপ

চিনি – ৩/৪ কাপ

ডিম – ৩ টি

লিকুইড দুধ – ৩/৪ কাপ

প্রণালী

-প্রথমে কেক প্যান টা তেল বা বাটার দিয়ে ব্রাশ করে নিন ।

-ময়দা , বেকিং পাউডার চালনি দিয়ে ছেলে নিন। প্রথমে বাটার আর চিনি ভালো মতো বিট করুন । এবার ডিম দিয়ে আরো ৫ মিনিট মতো বিট করুন ।

-এবার ডিমের মিক্সারের সাথে অর্ধেক ময়দা আর অর্ধেক অরেঞ্জ জুস আর অর্ধেক দুধ দিয়ে বিট করুন ।এভাবে আস্তে আস্তে সব ময়দা , অরেঞ্জ জুস , দুধ মিক্স করা হলে শেষে অরেঞ্জ জেস্ট স্পেচুলা দিয়ে মিক্স করে নিন।

-কেক প্যানে মিক্সার ঢেলে দিন। ইলেকট্রিক ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ ৩০/৩৫ মিন বেক করুন ।