ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: পাইলটের ভুলেই কাঠমান্ডু বিমান দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নেপালের বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা জানায়, ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি ‘ভুল নির্দেশনা’ অনুসরণ করে। এই দুর্ঘটনায় এ পর্যন্ত পাইলট পৃথুলা রশিদসহ ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জিব গৌতম বলেন, বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
কন্ট্রোল রুম পাইলটকে দক্ষিণ দিক থেকে রানওয়েতে অবতরণের নিদের্শ দিলেও তিনি বিমানটিকে নিয়ে কয়েক রাউন্ড দেয়ার পর উত্তর দিক থেকে অবতরণের চেষ্টা করেন। এসময় নিয়ন্ত্রণ হারালে বিমানটিতে আগুন ধরে যায়।
তবে কী কারণে পাইলট বিমানবন্দর কন্ট্রোল রুমের ওই নির্দেশনা পালন করেননি তা জানা যায়নি। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী আনিকা পান্ডে জানান, আমি রানওয়ের চক্রাকার রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। বিমানটি খুব আস্তে উড়ছিল। বিমানটি রানওয়ের দক্ষিণ দিকে ঘোরানোর সময় ছিটকে পড়ে।
সূত্র : আল জাজিরা