ফড়িং মিডিয়া – ন্যাশনাল ডেস্ক: পিরোজপুরের এক আইনজীবীর বাসা থেকে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনজীবীর স্ত্রী মিতুকরসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। আটক অন্য দুই নারী হলেন- জিয়ানগর উপজেলার নলবুনিয়া গ্রামের খলিল শেখের স্ত্রী রওশনারা বেগম (৩৫) ও খুলনার রূপসা উপজেলার আন্দাবাদ গ্রামের বেলাল শেখের মেয়ে ও মৃত হালিম শেখের স্ত্রী রিমি বেগম (২৫)।

বুধবার বেলা ১১টার দিকে শহরের কালীবাড়ি সড়কে আইনজীবী অশোক কুমার করের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পিরোজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ওয়ারেচ আলী।

pirojpurএএসপি ওয়ারেচ আলী জানান, আইনজীবীর বাসায় দেহব্যবসা চলছে- গোপনে এ তথ্য পেয়ে বুধবার শহরের কালীবাড়ি সড়কে আইনজীবী অশোক কুমার করের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার স্ত্রী মিতুকর, রওশনারা ও রিমি নামের তিনজনকে আটক করা হয়েছে। ওই বাসা থেকে নাজমুল হাসান নামের এক কলেজছাত্রকেও আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্য কয়েকজন খদ্দের পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে কলেজছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনজীবীর স্ত্রী মিতুকরকে একই অভিযোগে এর আগেও আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারপরও তার অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়নি।

এ ঘটনায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বুধবার বিকেলে তিন নারীকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

-primenewsbd