ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: এক নারী সরকারি কর্মকর্তা টার্মিনালের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সহকর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন এবং বাসায় ফেরার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন। কিন্তু আচমকা ঘটে বিপত্তি। দিনদুপুরে এক দিনমজুর যুবক তাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খায়, তা-ও আবার ভরা স্টেশনে। ঘটনাটি ঘটে গত শুক্রবার ভারতের মুম্বাইয়ের ছ্ত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালের ৬ নম্বর প্ল্যাটফর্মে।

জানা যায়, ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে চিৎকার শুরু করেন ওই নারী সরকারি কর্মকর্তা। এ সময় লোকজনকে ছুটে আসতে দেখে ওই যুবক পালানোর চেষ্টা করে। তবে এর আগেই তাকে ধরে ফেলে পুলিশ।ভরা স্টেশনে দিনদুপুরে এমন ঘটনায় তাজ্জব পুলিশ কর্মকর্তারাও। এ ঘটনায় ২৮ বছর বয়সী ওই দিনমজুর যুবককে আটক করেছে দেশটির রেলওয়ে পুলিশ (জিআরপি)।

জিআরপির সিনিয়র পুলিশ কর্মকর্তা সঞ্জয় জানান, ওই নারী কর্মকর্তা অফিসের একটি কাজে এক সপ্তাহের জন্য মুম্বাই এসেছিলেন। ওই যুবককে তিনি চেনেন না বলে জানিয়েছেন। এ ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

তিনি আরও জানান, ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে খারাপ থাকায় ঘটনার ভিডিও রেকর্ড পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস