ফড়িং মিডিয়া – ন্যাশনাল ডেস্ক: আগামীকাল সোমবার কোর্টে হাজিরা দিয়ে জামিন চাইবেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Rizviবিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ৩ দিন ধরে ‘অবরুদ্ধ’ থাকা দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর জামিন সংক্রান্ত বিষয়ে রিট পিটিশন দায়ের করা হবে বলে গণমাধ্যমকে যে সংবাদ দেওয়া হয়েছিল তার সত্যতা মিলল। আজ রবিবার সকালে মহানগর দায়রা জজ আদালতে রিজভীর আইনজীবীরা এ পিটিশন দায়ের করেন।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাজধানীর পল্লবী থানায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় রুহুল কবির রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।