sanjayসাজার মেয়াদ শেষ হওয়ার ১০৫ দিন আগেই মুক্তি পাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ২৭ ফেব্রুয়ারি জেল থেকে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। কারাগারে থাকাকালীন তার আচরণ সন্তোষজনক হওয়ায়, সঞ্জয়কে আগাম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন।

মুম্বাইতে ১৯৯৩ সালের বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল সঞ্জয় দত্তের বিরুদ্ধে। ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে প্রমাণিত না হলেও অবৈধ অস্ত্র রাখার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন।

২০০৭ সালে তাকে আদালত ৬ বছরের জন্য কারাদণ্ড দেয়। ১৮ মাস জেল খেটেই অবশ্য সঞ্জয় দত্ত জামিনে মুক্ত হন। ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে সঞ্জয়কে বার বার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।

তার পর থেকে বেশিরভাগ সময় কারাগারের ভিতরেই কাটিয়েছেন সঞ্জয় দত্ত। এই সময়ে ভাল ব্যবহারের কথা মাথায় রেখেই তার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।