ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জৈবিক প্রশান্তির উদ্দেশ্যে নিজের স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া সদকা। সাহাবায়ে কেরাম বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! এতেও সওয়াব হবে? ‘কেনো হবে না, অবৈধভাবে মিটালে কি গুনাহ হতো না?’ তাহলে বৈধভাবে যৌন চাহিদা মিটালে সওয়াব হবে না কেনো? এটাও তো গুনাহ থেকে বেঁচে থাকার উপায়। [রিয়াজুস সালেহীন]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আল্লাহপাক কথা বলবেন না। তাদেরকে পবিত্র করবেন না, এমনকি চোখ তুলে তাকাবেন না পর্যমত্ম; বরং কঠিন শাসিত্মতে নিপতিত করবেন। প্রথমজন বৃদ্ধ যিনাকার; বৃদ্ধ হয়েও যে যিনা করে। দ্বিতীয়জন মিথ্যুক বাদশা; বাদশা হয়েও যিনি মিথ্যা বলেন। তৃতীয়জন অহংকারী ফকির; ফকির হয়েও যে অহংকার করে।