ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কয়েকদিন বিরতি দিয়ে আবারও মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা। তবে ম্যাচটিতে সাকিবের দল সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ৬৩ রানে পরাজিত হয়েছে। দল হারলেও বল হাতে সাকিব ছিলেন দুরন্ত।
শনিবার আমেরিকার ফ্লোরিডায় ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়। প্রথমে ব্যাট করে সেন্ট লুসিয়া জুকস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল স্কোর জমা করে। জবাবে জ্যামাইকা ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
জ্যামাইকার বোলারদের বলতে গেলে তুলোধুনো করে ছেড়েছেন সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানরা। একের পর এক চার ছক্কার মারে নাস্তানাবুদ করে ছেড়েছেন বোলারদের। কিন্তু ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। দুরন্ত বোলিং করেছেন তিনি। রান দেওয়ার ক্ষেত্রে বেশ কৃপণতারই পরিচয় দিয়েছেন। যেখানে অন্যান্য বোলাররা ব্যাটসম্যানদের সামনে অসহায় ছিলেন সেখানে তিনি আপন ফর্মেই বল করে গিয়েছেন সফলতার সঙ্গেই।
৪ ওভারে তিনি ২৫ রান খরচে নিয়েছেন এক উইকেট। ম্যাচের অষ্টম ওভারে সাকিব বল হাতে আসেন। প্রথম ওভারে তিনি মাত্র দিয়েছেন ৪ রান। নিজের দ্বিতীয় ওভারে এসেই তিনি মারমুখো ব্যাটসম্যান জনসন চার্লসকে প্যাভিলিয়নের পথ ধরান। তবে সাকিব এদিন বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে ছিলেন একেবারে অনুজ্জ্বল। শূন্য রানেই তাকে সাজঘরে ফিরিয়েছেন জুকসের জনসন।
এদিন জুকসের ওপেনার আন্দ্রে ফ্লেচার ৪৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এছাড়া জনসন চার্লসও ৩৭ বলে ৫৯ রান এবং শেন ওয়াটসন ২০ বলে ৪৩ রান করেন। এদের অনবদ্য ব্যাটিং নৈপূণ্যে জুকসের সংগ্রহ দাঁড়ায় ২০৬ রান।
২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জ্যামাইকার ওপেনার চ্যাডউইক ওয়ালটন ছাড়া আর কেউই তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। ওয়ালটন ৫১ বলে ৫৪ রান করেন। এছাড়া ক্রিস গেইল ১৩, সাঙ্গাকারা ১৮ এবং অ্যালেক্স রস ২৩ রান করেন। ফলে ২০ ওভারে তাদের ইনিংস ১৪৩ রানে থামে। এ ম্যাচে হারলেও জ্যামাইকা ১৩ পয়েন্ট নিয়ে এখনও সবার শীর্ষেই অবস্থান করছে।