shilpa-shethiফড়িং মিডিয়া – বিনোদন ডেস্ক: শিগগিরই তাঁর নতুন বই লেখার কাজে হাত দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। তবে কোনো গল্প, উপন্যাস বা আত্মজীবনী নয়, তিনি লিখবেন একটি রান্নার বই।

শিল্পা শেঠির স্বাস্থ্য সচেতনতার কথা সবাই জানেন। ছিপছিপে গঠন ধরে রাখার জন্য তিনি খাবার খান বুঝেশুনে। সুস্থ থাকতে নিয়মিত যোগব্যায়ামও করেন। আর এই সচেতনতা তিনি ছড়িয়ে দিতে চান সবার মধ্যে।

এর আগেও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ডায়েট’ নামের একটি রেসিপির বই লিখেছিলেন এই বলিউড অভিনেত্রী। এই বইটি বেস্ট-সেলার হওয়ার পর এর দ্বিতীয় কিস্তি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, একজন তারকা হিসেবে আমাকে অন্যদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা উচিত। সুস্থ ও ফিট থাকতে তাঁরা কী করবেন ও কী খাবেন, সেটা আমি তাঁদের জানাতে চাই।’ আইএএনএস।