ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: প্রত্যেকদিনের জীবনে অন্তর্বাস জরুরি। অন্তর্বাস কেমন হবে, এই নিয়ে সকলেরই পছন্দ-অপছন্দ আছে। কেউ আরামকে বেশি গুরুত্ব দেন, কেউ বা আবার অন্তর্বাসে চান ফ্যাশনচিন্তা।
কিন্তু অন্তর্বাস নিয়ে রয়েছে এমন কিছু কথা, যা অনেকেরই অজানা।
-ফ্রান্সে lingerie বলতে নারী ও পুরুষ উভয়েরই অন্তর্বাসকে বোঝায়।
-৯০ শতকের শুরুর দিকে নারীদের মধ্যে মোনোবোসম স্টাইলটি খুব জনপ্রিয় ছিল। এতে বুকের গড়ন ভারী দেখাত।
-মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা সবচেয়ে বড় সাইজ়ের ব্রা পরেন। যেখানে জাপানের নারীরা সবচেয়ে ছোটো সাইজ়ের ব্রা ব্যবহার করেন।
-ইটালির নারীরা প্রতি বছর নিউ ইয়ারের সময় লাল রঙের অন্তর্বাস পরেন। কারণ তা নাকি শুভ। সৌভাগ্য এনে দেয়।
-যে নারীরা G-sting অন্তর্বাস ব্যবহার করেন, তারা নাকি অনেক বেশি সৃজনশীল, উদার ও আত্মবিশ্বাসী।
-ইন্টারন্যাশনাল lingerie ব্র্যান্ড Triumph বাজারে প্রথম নারীদের জন্য অন্তর্বাস নিয়ে আসে।
-ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, Triumph-ই প্রথম কম্পানি, যাদের ফ্যাশন শো-এর ক্যাটওয়াকে নারীরা প্রথম অন্তর্বাস পরে হাঁটেন।
-অন্তর্বাস ব্যবহারের উপযুক্ত মেয়াদ ৬ মাস।
-আরামে থাকতে ও শরীরের গড়নকে সুন্দর রাখতে সঠিক সাইজের অন্তর্বাস পরা জরুরি।
-অন্তর্বাসের ক্ষেত্রে বেশির ভাগ নারীদের পছন্দের রং বেগুনি, নীল ও পার্পেল।