ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: দিনে ৬ ঘণ্টা কাজ। এর বেশি নয়। প্রথম এই প্রস্তাব এসেছিল তাদের থেকেই। এবং রীতিমতো বিল পাশ করে আইন প্রণয়ন করে, তা করে দেখিয়েছিল সুইডেন। এবার কর্মচারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে চিন্তাভাবনা করে নতুন আইন আনতে চলেছে ইউরোপের এই দেশটি।
সুইডেনের এক কাউন্সিলরের প্রস্তাব, কর্মচারীদের এবার ১ ঘণ্টার সেক্স-ব্রেক দেওয়া হোক। অর্থাৎ, কাজের ফাঁকে, ১ ঘণ্টা যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন সুইডেনের কর্মচারীরা।
সুইডেনের কাউন্সিলর প্যর-এরিক মুসকোসের মতে, ‘সবাই জীবনে ব্যস্ত। বাড়িতে সন্তান থাকে। তাই স্বামী-স্ত্রীর সুস্বাস্থ্য ও সুসম্পর্কের কথা ভেবে এই প্রস্তাব। এর ফলে শারীরিকভাবে ও মানসিক ভাবে সুস্থ থাকবেন কর্মচারীরা।’
তবে, আদৌ এই নিয়মের সঠিক ব্যবহার করানো সম্ভব কিনা, তা নিয়ে নিশ্চিত নন মুসকোস।
তিনি বলেন, ‘এটা ঠিক যে মালিকের পক্ষে বোঝা মুশকিল যে আদৌ ওই ১ ঘণ্টায় কর্মচারী কী করছেন? তবে উভয়পক্ষের মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে হবে।’
তবে এই প্রস্তাব আদৌ গৃহীত হয় কিনা, তা সময় বলবে। তবে এমন অভিনব প্রস্তাবের জন্য প্রশংসা প্রাপ্য সুইডেনের।