ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত বিবস্ত্র এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে রামেরখোলা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশটির গায়ে কোনো জামা-কাপড় ছিল না শুধু গলায় সাদা রঙের ওড়না প্যাঁচানো ছিল।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আনুমানিক ২৪ বছরের ওই যুবতীকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ঢাকা-মাওয়া মহাসড়কে পাশে রামেরখোলা
এলাকার ঝোপের মধ্যে ফেলে যায়। তরুণীটিকে অন্য কোথাও হত্যা করে এখানে তার লাশ ফেলে রাখতে পারে বলে ধারণা করেন তিনি। পরে সিরাজদিখান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠায়।