ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: প্রতি বছর কোরবানির আগে শুরু হয় ধর্মাপ্রাণ মুসলিমদের সৌদি আরব যাওয়ার উদ্দিপনা। এই বছরও তার তারতম্য ঘটেনি।

হজের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তাই সৌদি আরবের পবিত্র ভূমিতে বিশ্বের বিভিন্ন দেশের লোকেরা তীর্থযাত্রা শুরু করেছেন।

যে যেভাবে পারছেন সেইভাবে পবিত্র ভূমিতে যাচ্ছেন। স্থলপথ, জল ও আকাশ পথ ব্যবহার করে যাচ্ছেন প্রিয় নবীর দেশে। এই পর্যন্ত সৌদি আরবে এসে পৌছেছেন প্রায় ১০ লাখ ৭১০ হাজার হজযাত্রী।

সৌদি আরবের পাসপোর্ট অফিস জানায়, এই বছর অতিরিক্ত আড়াই লাখ হজযাত্রী সৌদি আরবে হজ করতে আসবেন। যা গত বছরের তুলনায় প্রায় ২৪ ভাগ বেশি।

এদিকে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট অফিসের হিসেবের পরেও অনেকে সৌদি আরব এসে পৌছেছেন। এই পর্যন্ত ১০ লাখ সাড়ে ১৫ হাজার হজযাত্রী বিমানে, স্থলসীমা দিয়ে সাড়ে ৫০ হাজার ও সাগরপথে ৫ হাজার হজযাত্রী সৌদি আরবের পবিত্র ভূমিতে এসেছেন হজের উদ্দেশ্যে।

সূত্র: আল আরাবিয়া ও জাকার্তা পোস্ট