ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে তাতে কী লেখা ছিল তা প্রকাশ করেনি পুলিশ।
নিহতের নাম নুশরাত জাহান ঐশী (১৪)। সে ঐশী রংপুরের পীরগাছা উপজেলার আবুল কালাম আজাদের মেয়ে। সে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
গাইবান্ধা ব্রিজ রোড এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, প্রায় আড়াই মাস আগে তার বাড়ি ভাড়া নিয়ে আবুল কালাম আজাদ সপরিবারে বসবাস করে আসছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে গত কয়েকদিন ঐশীর বাবা গ্রামের বাড়ি পীরগাছায় অবস্থান করছেন। মা ডাক্তার দেখাতে বৃহস্পতিবার সকালে পীরগাছায় যান।
বিকাল সাড়ে ৫টার দিকে ঐশীর মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তার মা আমার সঙ্গে যোগাযোগ করেন।
বাড়ির মালিক বলেন, আমি এবং বাড়ির আরো কয়েকজন তাদের ঘরের জানালা ও দরজায় শব্দ করি।
কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায়নি। তখন আমি ঐশীর মাকে দ্রুত বাসায় আসতে বলি। তার মা রাত ৯টার দিকে বাসায় আসলে রুমের দরজা ভেঙে দেখা যায় ঐশী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন মো. শাহরিয়ার জানান, খবর পেয়ে ঐশীর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ঐশীর মা-বাবার কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।