ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: আপনি কি তাঁদের মধ্যে একজন যাঁরা ভাবেন ট্যালকাম পাউডার শুধুমাত্র গায়ে লাগানোর জন্য? যদি মনে করেন শিশুদের পাউডার শুধুমাত্র শিশুদের জন্য? তাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলছেন। কারণ শিশুদের জন্য যে সকল পাউডার আলাদা করে বাজারে বিক্রয় করা হয়, তা বিভিন্ন কাজে ব্যবহার করে আপনি অনেক কাজ চট করে করতে পারবেন।

আসুন জেনে নেয়া যাক, ট্যালকম পাউডার আরও কত উপায়ে ব্যবহার করা যায়ঃ

১) চোখের পাতায় ভলিউম অ্যাড করেঃ প্রথম কোট মাস্কারা লাগানোর পর অল্প একটু পাউডার নিয়ে তা চোখের পাতায় লাগিয়ে নিন। এরপর আরো এক কোট মাস্কারা লাগান। দেখবেন চোখের পাতা বড় এবং ঘন দেখাবে।

২) নেকলেস আনট্যাঙ্গেল করা যায়ঃ অনেক সময় একসঙ্গে কয়েকটা নেকলেস রাখলে তা জট পাকিয়ে যায়। এবং তা সহজে খোলাও যায় না। এইরকম সময় যেখানে জট পাকিয়েছে সেই জায়গায় অল্প পাউডার লাগিয়ে নিন। দেখবেন সহজেই নেকলেস আলাদা করতে পারছেন।

৩) ড্রাই শ্যাম্পু হিসেবে ব্যবহারঃ অনেক সময় চুল চটচটে হয়ে যায়। কিন্তু মাথায় শ্যাম্পু করার সময় থাকে না। তখন অল্প পাউডার মাথায় লাগিয়ে নিন। এরপর হাল্কা করে চুল ম্যাসাজ করুন এবং ভালো করে মাথা আচঁড়ে নিন।

৪) জামা কাপড় থেকে তেলের ছাপ তুলতে সাহায্য করেঃ পোশাক থেকে তেলের দাগ তুলতে তেল লাগা অংশের দু দিকেই পাউডার লাগান। এক ঘন্টা এইভাবে রেখে দিন। এরপর ডিটারজেন্ট দিয়ে পোশাক ধুয়ে ফেলুন। দেখবেন নিমিষেই দাগ উঠে যাবে।

৫) জুতো থেকে সহজেই বালি ঝরিয়ে দেয়ঃ সমুদ্রের ধারে বেড়াতে গেলে প্রায়ই এই সমস্যায় পড়তে হয়। পায়ে অল্প একটু পাউডার লাগিয়ে নিলে সহজেই পায়ের পাতায় লেগে থাকা বালি ঝরে যাবে। জুতোর ক্ষেত্রে অল্প পাউডার ঢেলে জুতো ভালো করে ঝাঁকিয়ে নিন। দেখবেন সহজেই সব বালি জুতো থেকে পড়ে যাচ্ছে।

৬) বিছানার চাদর ফ্রেশ রাখেঃ গরমকালে বিছানার চাদরে পাউডার ছড়িয়ে দিন। সুগন্ধ ছাড়াও চাদর অনেকটা ফ্রেশ থাকবে।

৭) পোষ্য কুকুর বা বিড়ালের গায়ের লোম চকচকে হবেঃ পোষ্য কুকুর বা বেড়ালের লোম আরো চকচকে এবং পরিষ্কার রাখতে পাউডার দিয়ে ম্যাসাজ করুন। তবে চোখ এবং নাক বাঁচিয়ে।

৮) ওয়াক্সিং সেশন এনহ্যান্স করেঃ ওয়াক্সিং করার আগে ত্বকের ওপর পাউডার লাগিয়ে নিন। এর ফলে সহজেই লোম উঠে আসবে এবং ব্যথা কম পাবেন।

৯) জুতো থেকে দুর্গন্ধ দূর করেঃ এমন অনেকে আছেন যাদের পা থেকে দুর্গন্ধ বের হয়। এটা এড়াতে জুতো পরার আগে পায়ে ভাল করে পাউডার লাগিয়ে নিন। জুতোতেও অল্প পাউডার দিয়ে নিন। এর ফলে পায়ের ঘাম সহজেই পাউডার অ্যাবসর্ব করে নেবে। এবং দুর্গন্ধ কম হবে।