ফড়িং মিডিয়া ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় পর্ন ওয়েবসাইট ‘পর্নহাব’-এ হ্যাকারদের আক্রমণ ঘটেছে। এই সাইটে ঢুঁ মারা লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে চলে গেছে বলে মনে করা হচ্ছে।

মূলত এই হ্যাকিংয়ের ঘটনা পর্নহাবের আয়োজনেই করা হয়েছে। এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি ওয়েবসাইটকে আরো বেশি নিরাপদ করতে হ্যাকিংয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘হোয়াইট হ্যাট’ হ্যাকার্সদের দুজন সফলভাবে সাইটের কিছু অংশ হ্যাক করতে সক্ষম হয়েছেন। পর্নহাব ব্যবহারকারীদের কিছু তথ্য তারা বের করতে পেরেছেন। এখন এসব অংশে আরো বেশি নিরাপত্তা প্রদান করবে প্রতিষ্ঠান।

hackনিরাপত্তাসংক্রান্ত সমস্যা বের করতে সমর্থ হওয়ায় এই দুই হ্যাকারকে ২০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হয়েছে।

পর্নহাব ক্রমশ তাদের সাইটের নিরাপত্তা জোরদার করে চলেছে। গত মে মাসে তারা ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করে। এর মাধ্যমে হ্যাকারদের এই সাইটটি হ্যাকিংয়ে উৎসাহ প্রদান করা হয়। ব্যবহারকারীদের তথ্য নিরাপদ করতে একটি পর্ন সাইটের এমন আয়োজন সত্যিই বিস্ময়কর।

এই সাইটে প্রতিবছর গড়ে ১৮ বিলিয়ন ব্যবহারকারী প্রবেশ করেন। প্রতিদিন এখানে আসে ৬০ মিলিয়ন মানুষ। রেজিস্টার্ড ব্যবহারকারীর সংখ্যা ৪ মিলিয়ন।

গত মে মাসেই এই সাইটের কোডিং ভাষায় বড় ধরনের খুঁত বের করেন নিরাপত্তা বিশেষজ্ঞ রাসলান হ্যাবালোভ এবং হ্যাকার দারিও ওয়েইবার। পর্নহাব ব্যবহারকারীরা যে অংশে ভিডিও আপলোড করেন তার পুরো ডেটা নিরাপত্তা হুমকির মুখে ছিল। এই অংশের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকারদের পক্ষে প্রবেশ করা সম্ভব। ভিডিওর সূত্র ধরে যিনি এটা আপলোড করেছেন তার পরিচয় জানা সম্ভব ছিল।

এই আয়োজনের মাধ্যমে পর্নহাবের দুর্বলতা বের করা হয়। আরো কঠিন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে তারা।