ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা অচল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অ্যারিজোনায় একটি সমাবেশে ভাষণদানকালে তিনি এ হুমকি দিয়েছেন। বুধবার এ খবর দেয় বিবিসি।

অ্যারিজোনায় ফিনিক্সে ‘মেইক আমেরিকা গ্রেইট এগেইন’ সমাবেশে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় হুমকি দিয়ে তিনি বলেন, সরকার বন্ধ করতে হলেও বিতর্কিত ওই দেয়াল তোলার জন্য তহবিল নিশ্চিত করবেন তিনি। অবৈধ অভিবাসী ঠেকাতেই মেক্সিকো সীমান্তে দেয়াল তুলতে চান ট্রাম্প। এ জন্য তহবিল নিয়ে কংগ্রেস একটি চুক্তিতে উপনীত হোক, এটিই চান তিনি। কিন্তু সরকারের ব্যয় বরাদ্দ বিলে দেয়াল নির্মাণের তহবিল নিশ্চিত করতে হলে বিরোধীদের সমর্থন রিপাবলিকানদের প্রয়োজন।

বিবিসি বলছে, এ বিলে ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার সম্ভাবনা নেই। ভাষণে ট্রাম্প বলেন, ‘ওই প্রাচীর নির্মাণের জন্য যদি আমাদের সরকারব্যবস্থাকে অচল করতে হয়, তার পরও আমরা আমাদের প্রাচীর চাই। আমেরিকার জনগণ অভিবাসী নিয়ন্ত্রণের জন্য ভোট দিয়েছে। আমরা আমাদের প্রাচীর চাই।’

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে জয়ের পর তিনি মেক্সিকোকে এই প্রাচীর নির্মাণের জন্য অর্থায়ন করতে বললে দেশটির প্রেসিডেন্ট সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ট্রাম্প দেয়াল নির্মাণে নির্বাহী আদেশ জারি করলে মে মাসে মার্কিন কংগ্রেস দেয়াল নির্মাণের জন্য কোনো অর্থ বরাদ্দ না দেওয়ার ঘোষণা দেয়।

বাজেট বরাদ্দ নিয়ে কংগ্রেসে রিপাবলিকান দলের সদস্যদের সঙ্গে ডেমোক্র্যাটদের সমঝোতা না হলে কিংবা ডেমোক্র্যাটদের সঙ্গে প্রেসিডেন্টের সমঝোতা না হলে বেতন ও আনুসঙ্গিক অর্থায়নের অভাবে মার্কিন সরকারি দপ্তরগুলো বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রে অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। এর আগেই বাজেট পাস করাতে হয়। এখন ৩০ সেপ্টেম্বর সময়সীমার মধ্যে কংগ্রেস তহবিল নিয়ে চুক্তিতে পৌঁছতে না পারলে সরকারে অচলাবস্থা সৃষ্টি হবে।