ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়িতে এক গৃহবধূকে (২২) গণধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মামলা দায়েরের পরই সদর উপজেলার মৌজা মালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শুক্রবার বিকেলে মালিবাড়ি এলাকার একটি বাড়িতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। তিনি বর্তমানে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ী ধর্মপুর গ্রামের মৃত তোফাজ উদ্দিনের ছেলে আহম্মদ আলী (৩৫), একই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মন্টু মিয়া (৪৫) ও কুপতলা গ্রামের আশফাক আলীর ছেলে মজনু মিয়া (২২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ওই গৃহবধূর বরাত দিয়ে জানান, ওই গৃহবধূর স্বামী ঢাকার একটি গার্মেন্টে চাকরি করেন। শুক্রবার বিকেলে মোবাইলে গান ডাউনলোড করতে বাড়ির পাশের একটি দোকানে যান ওই গৃহবধূ। এ সময় দোকান মালিক আশরাফুল তার কম্পিউটার নষ্ট জানিয়ে পাশের একটি কম্পিউটার থেকে গান ডাউনলোডের কথা বলে কৌশলে ওই গৃহবধূকে একটি বাড়িতে নিয়ে যায়।
সেখানে আশরাফুলসহ ৪-৫ জন ওই গৃহবধূকে উপর্যুপরি ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে গৃহবধূ নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
পরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি আশরাফুলসহ অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।