ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: কিছু অভ্যাস আমাদের ঠেলে দিতে পারে বন্ধ্যাত্বের দিকে। আর একটু সতর্ক লাইফ স্টাইল বাঁচাতে পারে আমাদেরকে এই অভিশাপের হাত থেকে।

টাইট আন্ডারওয়্যার পরার ফলেও শুক্রাণুর সক্ষমতা কমে যেতে পারে |

কারণ অন্ডেকাষ শরীরের অন্য অংশের তুলনায় ঠান্ডা থাকার কথা।

কিন্তু টাইট আন্ডারওয়্যার পরার ফলে ওই অংশের তাপমাত্রা বেড়ে যায় এবং স্পার্ম কাউন্ট কমে যায়।

তাই এড়িয়ে চলুন টাইট আন্ডারওয়্যার। আর না পরতে পারলে তো আরও ভালো।