ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লটসভিলে উগ্র শ্বেতাঙ্গ বর্ণবিদ্বেষী এবং বর্ণবিদ্বেষ বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের বিষয়ে মন্তব্য করে বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় উভয় পক্ষেরই দোষ ছিল বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
এই ঘটনার প্রতিবাদে ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে বণিক প্রতিনিধিদের বেশ কয়েকজন প্রতিনিধি পদত্যাগ করেছেন। ফলে বাধ্য হয়েই দু’টি উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়েছেন ট্রাম্প।
ইনটেল, মেরক অ্যান্ড কো ফার্মা এবং আন্ডার আর্মারের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগের পরে নড়েচড়ে বসেছে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। আগুনে ঘি ঢেলে দিয়ে তারপরেই পদত্যাগ করেছেন থ্রিএম, ক্যাম্পবেল স্যুপ এবং জনসন এন্ড জনসনের প্রতিনিধিরা।
এদিকে ট্রাম্পের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ। ইউরোপের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সুর মিলিয়ে জাতিসংঘের মহাসচিবও মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষ সমস্যা সমাধানে উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেছেন।