ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: রাজধানীর শনির আখড়ায় একটি টেলিভিশনের উপস্থাপিকাও মডেল (২৩) ধর্ষণের শিকার হয়েছেন। উপস্থাপনার পাশাপাশি তিনি অভিনয়ও করেন। ওই তরুণী উপস্থাপিকা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত ধর্ষকও অভিনয় পেশার সঙ্গে জড়িত।
গত ২ আগস্ট ধর্ষণের ঘটনা ঘটলেও তিনি বুধবার রাতে কদমতলী থানায় অভিযোগ করেন। ধর্ষণের ঘটনাটি গোপনে ভিডিও করে ধর্ষক উপস্থাপিকাকে নিয়মিত ব্লাকমেইল করে আসছিল।
কদমতলী থানার ওসি ওয়াজেদ আলী বলেন, আমরা ভিক্টিম উপস্থাপিকার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্ত ওই অভিনেতা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য থানার একটি টিম অভিযান শুরু করেছে।
সূত্র জানায়, ঘটনার দিন উপস্থাপিকা তার পূর্ব পরিচিত ওই অভিনেতার সঙ্গে শনির আখড়া এলাকায় বোনের বাসায় আড্ডা দিচ্ছিলেন।
তখন বাসায় বোন উপস্থিত ছিলেন না। এই সুযোগে ওই অভিনেতা তাকে ধর্ষণ করে। পাশাপাশি ধর্ষণের দৃশ্য গোপনে ভিডিও করে রাখে। পরে তরুণী উপস্থাপিকা এ বিষয়ে পুলিশের কাছে যেতে চাইলে তাকে বিয়ে করার আশ্বাস দেয়। তরুণী খোঁজ নিয়ে জানেন ওই অভিনেতা বিবাহিত। একপর্যায়ে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় অভিনেতা।
এ নিয়ে ক’দিন ধরে তরুণীকে ব্লাকমেইল করে আসছিল ওই যুবক। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বুধবার রাতে পুলিশের কাছে যান তরুণী।