ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: বাগেরহাটের মোল্লাহাটে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে পালিয়ে গেছে মাদক বিক্রেতারা। সোমবার সকালে মোল্লাহাট উপজেলা সদরের হাসপাতালের মোড়ে মাদক বিক্রেতারা প্রকাশ্যে ওই দুই পুলিশ সদস্যকে মারধর করে পালিয়ে যায়।
আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পুলিশ এটাকে পেটানো নয়, মাদক বিক্রেতাদের ধাক্কায় পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন বলে দাবি করেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, মোল্লাহাট থানায় কর্মরত সহকারি উপ পরিদর্শক (এএসআই) রাসেল রানা এবং কনস্টবল পুলক বিশ্বাস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোল্লাহাট থানার দুই পুলিশ সদস্য হাসপাতাল মোড়ে আসেন। এসময় তারা চার পাঁচ যুবকের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে থাকেন। হঠাৎ করে ওই যুবকরা চড়াও হয়ে দুই পুলিশ সদস্যকে এলোপাথাড়ি চড় থাপ্পড়, কিল ঘুষিসহ পিটুনি দিয়ে দ্রুত সরে পড়ে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম বলেন, চার পাঁচ যুবক হাসপাতালের মোড়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এই গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপ পরিদর্শক রাসেল রানা একজন কনস্টবল পুলক বিশ্বাসকে সাথে নিয়ে তাদের ধরতে যায়।
এসময় ওই অজ্ঞাত চার পাঁচ যুবক কিছু বুঝে ওঠার আগেই পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। ওদের ধাক্কায় দু’জন সামান্য ব্যাথা পেয়েছেন। পুলিশ বা স্থানীয়রা এদের কাউকে চিনতে পারেনি। তাদের নাম পরিচয় সনাক্ত করে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ওদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।