ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার খাদিজা (১৪) ও বিউটি (১২) নামে দুই কিশোরীকে ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার পুলিশ দেলোয়ার (৩৮) নামে এক পাচারকারীকে বেনাপোল থেকে গ্রেফতার ও উদ্ধারকৃত দুই কিশোরীকে কটিয়াদী থানায় নিয়ে আসে। আর পাচারকারী দোলেনা বেগমকে (২৫) লোহাজুরী গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার করা কিশোরী খাজিদা কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের মৃত আইন উদ্দিন এবং বিউটি একই গ্রামের মঞ্জিল মিয়ার কন্যা।

থানা সূত্রে জানা যায়, হতদরিদ্র খাদিজা ও বিউটিকে গত ৩০ জুলাই ঢাকায় নিয়ে ২০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দিয়ে অভিভাবকদের কাছ থেকে একই গ্রামের দেলোয়ার ও দোলেনা নামে দুই দালাল ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। ৩১ জুলাই খাদিজা তার এক আত্মীয়ের মোবাইল ফোনে তার মা ফিরোজাকে সীমান্ত এলাকায় আটকের বিষয়টি জানায়।

ফিরোজা স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবহিত করলে কটিয়াদী থানার ওসি বেনাপোল পোর্ট থানার সঙ্গে যোগাযোগ করে মোবাইল ফোনে কৌশলে পাচারকারী দেলোয়ারকে আটক করে।

পুলিশ জানায়, এদেরকে পাচার করার সময় বিজিবির টহলদল দুই কিশোরীকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। কটিয়াদী থানা পুলিশ বেনাপোল পোর্ট থানায় আটক পাচারকারী দেলোয়ারসহ দুই কিশোরীকে কটিয়াদী থানায় নিয়ে আসে।

নারী পাচারকারী দলের সদস্য দেলোয়ার কিশোরীদেরকে ভারতে পাচারের জন্য বেনাপোলে হাছান নামে একজনের কাছে হস্তান্তরে কথা স্বীকার করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে।

-যুগান্তর