ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: মার্কিন নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা তদন্তে যুক্তরাষ্ট্রের বিশেষ উপদেষ্টা রবার্ট মুয়েলারের নেতৃত্বে একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। রাজধানী ওয়াশিয়ংটন ডিসিতে এই জুরি বোর্ড ডাকা হয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে এ বিষয়ে তদন্ত গতি পেয়েছে। মুয়েলারের নেতৃত্বে চলা তদন্তটি সামনের মাসগুলোতেও অব্যহত থাকবে বলে আশা করা যাচ্ছে।
মুয়েলার তদন্ত করে দেখছেন ২০১৬ এর নির্বাচনে ক্রেমলিনের প্রভাব রয়েছে কিনা, ট্রাম্পের প্রচারণা দল রাশিয়ার সঙ্গে মিলে কাজ করেছে কিনা।
এখন পর্যন্ত তদন্তে গ্রান্ড জুরি খুঁজে পেয়েছে যে, ২০১৬ সালের জুন মাসের দিকে ট্রাম্প-পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র একজন রাশিয়ান আইনজীবীসহ বেশ কয়েকজন রাশিয়ানের সঙ্গে সাক্ষাত করেছেন।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এরকম কিছু সাক্ষাতের কথা স্বীকারও করেছেন। তবে সেটাকে স্বাভাবিক সাক্ষাতের বিষয় বলেই জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার দুই পরিচিত সূত্রের বরাতে রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রাশিয়ার কিছু ব্যক্তিবর্গের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাত করেছেন। মুয়েলারের নেতৃত্বে গঠিত গ্রান্ড জুরি বিষয়গুলো তদন্ত করে দেখবে।
উল্লেখ্য, মার্কিন নির্বাচনে প্রভাবের বিষয়ে সংশ্লিষ্টতার বিষয়টি বারবার অস্বীকার করেছে রাশিয়া। আর ট্রাম্প আরো একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, হিলারিকে জেতানোর চেষ্টা করেছিল রাশিয়া।
সূত্র: পরিবর্তন