ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের খুব কাছে চলে আসায় ইরানি একটি জাহাজকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। জানা গেছে, মার্কিন যুদ্ধ জাহাজের ১৩৭ মিটার কাছে চলে আসায় ‘সতর্কীকরণ গুলি’ ছুড়েছে মার্কিন সেনারা। পারস্য উপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
ইউএস নেভাল ফোর্সের সেন্ট্রাল কমান্ড থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের থান্ডারবোল্ট যুদ্ধজাহাজ থেকে ইরানের টহল জাহাজকে লক্ষ্য করে কয়েকটি ‘সতর্কীকরণ গুলি’ ছোড়া হয়েছে।
মার্কিন যুদ্ধজাহাজের রেডিও কল, মশাল, জাহাজের হুইসেল অবজ্ঞা করে ইরানি জাহাজটি কাছাকাছি চলে এলে সতর্ক করতে গুলি ছোড়া হয় বলে বিবৃতিতে দাবি করা হয়।
এতে বলা হয়, ইরানি জাহাজটি ছিল ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি)। মার্কিন যুদ্ধজাহাজ থেকে পাঠানো সতর্কীকরণ সংকেত পেয়ে ইরানি জাহাজটি তার অনিরাপদ অগ্রযাত্রা বন্ধ করে।
নাম না প্রকাশ করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানি জাহাজটি অস্ত্রে সজ্জিত ছিল। কিন্তু অস্ত্রগুলোর দায়িত্বে কোনো সৈনিক ছিল না।
সূত্র: যুগান্তর