ইলেক্ট্রো ইলেক্টনিক্স কিছুদিন আগে বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক Automatic Water Pump Controller । যার সাহায্যে বাসা বাড়ি, অফিস, কিংবা ফ্যাক্টরিতে অতি সহজে পানির পাম্প কন্ট্রল করা যাবে।
বিশেষ সুবিধা যুক্ত এই water pump controller স্বয়ংক্রিয় ভাবে পানি শেষ হয়ে গেলে মটর কে ON করে দেবে এবং পানি পূর্ণ হয়ে গেলে মোটর বন্ধ করে দেবে। এতে করে পানির অপচয় এবং বিদ্যুৎ অপচয় কিছুটা হলেও বন্ধ হবে। আপাতত এই ডিভাইসটির দাম নিধারন করা হয়েছে ৩০০০ টাকা।