ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: নিজেদের যৌন জীবনকে আকর্ষণীয় করে তুলতে নানান পদ্ধতি অবলম্বন করে থাকেন যুগল।এমনকি মিলনপর্বে কোন পোশাকে বেশি আবেদনময় করে তুলবে মুহূর্তকে তাও নজরে রাখা হয়।

কিন্তু এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও এমন একটি সরঞ্জাম রয়েছে যার ব্যবহার বাড়িয়ে দিতে পারে আপনার মিলনের সময়ের উত্তেজনাকে৷ সুখকর করে তুলতে পারে মিলনপর্ব।

সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে মোজা বা সকস বহুগুণ বাড়িয়ে দিতে পারে আপনার যৌন মিলনের উত্তেজনা ও আনন্দ।

প্রায় ৮০ শতাংশ যুগল স্বীকার করেছেন যে মোজা পড়ে যৌন সঙ্গমের সময় অনেক বেশি আনন্দ উপভোগ করেছেন তারা।

গবেষকরা জানিয়েছেন এর কারণ হল, যৌন মিলনের সময় পায়ের পাতাকে গরম রাখলে শরীরে রক্ত চলাচল সঠিক ভাবে করতে পারে৷ফলে শরীরের উত্তেজনাও বৃদ্ধি পায়৷ অনেক বেশি আনন্দদায়ক হয় মিলনপর্ব।

সূত্র: কলকাতা২৪