ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: কী কুক্ষণেই যে কেকে–র গানের অনুষ্ঠানে গিয়েছিলেন মেঘনা সিং। এখন বুঝতে পারছেন। গত ৯ মার্চ দিল্লির শ্রীরাম কলেজ অব কমার্সে অনুষ্ঠান ছিল কেকে–র। প্রিয় গায়কের অনুষ্ঠানে অবভ্যতার শিকার হলেন তরুণী মেঘনা। পুরো ঘটনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন।

আর তারপরই ট্রোলিং–এর শিকার হন। সোমবার তিনি পুলিসের কাছে এফআইআর দায়ের করেন। তাঁর কথায়, অনুষ্ঠানে এত ভিড় হয় যে সকলে দাঁড়িয়ে পড়ে। পিছনে এক যুবক অনবরত তাঁর গায়ে হাত দেয়। প্রথমে ভাবেন অনিচ্ছাকৃত। পরে ভুল বুঝে সেখান থেকে সরে যান।

তবে এক ধরনের ‘‌গন্ধ’‌ পান। কীসের গন্ধ বুঝতে পারেন বাড়ি এসে। পুরো জিন্স জুড়ে ‌হস্তমৈথুন করে ছেটানো বীর্যের দাগ।

আর সেই ছবি পোস্ট করে দেন ফেসবুকে। সকলকে সচেতন করতে তাঁর দেওয়া পোস্ট নিয়ে যে হাসাহাসি হবে তা ভাবেননি। অনেকে আবার প্রশ্ন তুলেছে, ওটা যে বীর্য তা জানলেন কী করে!

যার উত্তরে দ্বিতীয় পোস্ট করে তিনি জানিয়েছেন, সেটা জানা কোনও অসম্ভব ব্যাপার নয়। জিন্সটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তরুণী জানিয়েছেন, ফেসবুক পোস্ট থেকেই বোঝা যায় পুরুষদের মানসিকতা।

সূত্র : আজকাল