ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: নারী পুরুষের সম্পর্কে যৌনতা খুব স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্কের বেশ কিছু ভিতের মধ্যে শারীরিক মিলনও একটি। দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি। বিভিন্ন ব্যক্তির যৌনতার ধরনও কিন্তু নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির রাশির উপর। রাশি যেমন কোনও ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট বলে দিতে পারে, তেমনই যৌনতার ধরন ও মানসিকতাকেও ফুটিয়ে তোলে।

তাই রাশির বিচারে কোন রাশির সেক্স পার্টনার কেমন হওয়া উচিত জেনে নেওয়া যাক।

১. মেষ

এই রাশির জাতক-জাতিকারা উদ্দাম যৌনতা ও শারীরিক মিলন পছন্দ করেন। এঁরা যৌনতার সময় চট করে উত্তেজিত হন না। কিন্তু একবার উত্তেজিত হয়ে গেলে তাড়াতাড়ি থামেন না। এঁদের পারফেক্ট যৌনসঙ্গী হল সিংহ, তুলা, মিথুন ও বৃশ্চিক।

২. বৃষ

এই রাশির জাতক-জাতিকারা যৌনতার ব্যাপারে খুবই সংবেদনশীল হন। এঁরা ধৈর্যের সঙ্গে উত্তেজনার মুহূর্তটা তারিয়ে উপভোগ করতেই পছন্দ করেন। এঁদের পারফেক্ট যৌনসঙ্গী হল ৃশ্চিক, কর্কট, কন্যা ও মকর।

৩. মিথুন

এই রাশির জাতক-জাতিকারা মজার সঙ্গে যৌনতা পছন্দ করেন। রসবোধ, কৌতুহল ও পরীক্ষা-নিরিক্ষা এঁদের স্বভাবজাত বৈশিষ্ট। যৌনতার সময় নোংরা আলোচনা পছন্দ করেন। এঁদেরপারফেক্ট যৌনসঙ্গী হল মেষ, মিথুন, ধনু ও কুম্ভ।

৪. কর্কট

এই রাশির জাতক-জাতিকারা যৌনতার সঙ্গে আদরকেও চুটিয়ে উপভোগ করতে ভালোবাসেন। মিলনের প্রতিটি মুহূর্ত তারিয়ে উপভোগ করেন। এঁদের পারফেক্ট সেক্স পার্টনার হল, মীন,বৃষ, সিংহ ও মকর।

৫. সিংহ

যৌনতার সময় একেবারে সত্যিই একটি সিংহের মতোই এঁদের ব্যক্তিত্ব ও আকর্ষণ ক্ষমতা ফুটে ওঠে। এঁরা খুবই মজা করে দিন কাটালেও, ইগো সমস্যা ব্যাপক। এঁদের পারফেক্ট সেক্স পাার্টনার তুলা, বৃশ্চিক, মেষ ও ধনু।

৬. কন্যা

এঁরা চট করে যৌন মিলনে আকৃষ্ট হন না। তবে সময় ও পরিস্থিতির তালমিল ঠিক হলে এঁদের চেয়ে ভালো যৌনসঙ্গী বা সঙ্গিনী হয় না। এই রাশির জাতক-জাতিকাদের পারফেক্ট

যৌনসঙ্গী হল বৃষ, তুলা, মীন ও সিংহ।

৭. তুলা

এই রাশির জাতক-জাতিকারা যৌনসঙ্গী বা সঙ্গিনীর মধ্যে বুদ্ধিমত্তা খোঁজেন। মেন্টাল স্টিমুলেশন বলতে যা বোঝায়, এঁরা তা চুটিয়ে উপভোগ করেন। বেডরুমে রসাত্মক কথাবার্তা,

চকোলেট ও কিছু ওয়াইন তুলার খুব প্রিয়। এঁদের পারফেক্ট যৌনসঙ্গী হল মেষ, মিথুন, সিংহ ও ধনু।

৮. বৃশ্চিক

এঁরা যৌনতার ব্যাপারে খুব প্যাসনেট ও আবেগপ্রবন হন। বৃশ্চিক রাশিক মানুষেরা বিছানায় ঠিক কী চাইছেন, তা বোঝা খুব মুশকিল। এঁদের পারফেক্ট যৌনসঙ্গী হল বৃষ, সিংহ, বৃশ্চিকও কন্যা।

৯. ধনু

সেক্স লাইফে নতুনত্ব এঁরা খুবই পছন্দ করেন। সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে যৌনতার নতুন দিক খোঁজার চেষ্টা করেন। বিছানায় এঁরা উদ্দাম হতেই ভালোবাসেন। এঁদের পারফেক্ট যৌন সঙ্গী হল বৃষ, মিথুন ও মেষ।

১০. মকর

গোপন তথ্যটি হল, মকর রাশির জাতক-জাতিকাদের দেহের সবচেয়ে সংবেদনশীল জায়গাটি হল পা ও হাঁটু। সিডাকশন পছন্দ করেন। তবে বেশি মাত্রায় নয়। সঙ্গীকে সবটুকু উজাড় করে দিতে চায় এঁরা। এঁদের পারফেক্ট সেক্স পার্টনার হল কর্কট, বৃষ, মকর ও কন্যা।

১১. কুম্ভ

এঁরা আপাত শান্তই হন স্বভাবে। তা বলে যৌনতার বিষয়েও শান্ত, এটা ভাবা ভুল। এঁরা উত্তেজিত হলে বিছানায় শাসন করেন। এঁদের পারফেক্ট সেক্স পার্টনার হল মিথুন, কুম্ভ, ধনু ও কন্যা।

১২. মীন

এঁরা স্বভাবসিদ্ধ ভাবেই রোম্যান্টিক ও আবেগপ্রবন। এঁরা যৌনতার সময় সঙ্গীকে খুশি করে আনন্দ পায়। সেক্সের সময় এঁরা তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেন, যাতে পার্টনার উপভোগ করেন। এঁদের পারফেক্ট পার্টনার হল মিথুন, কুম্ভ, ধনু ও কন্যা।

সূত্র: এইসময়