ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: অনিয়মিত ঋতুস্রাবে ভোগেন অনেক মহিলাই। তবে অনেকে এমনও আছেন, যাঁদের দু’টি ঋতুচক্রের মাঝে অযাচিত রক্তপাত হয়। সেই রক্তপাত ঋতুস্রাব নয়। তা হলে কী কারণে এমনটা হয়, চলুন জেনে নিই স্ত্রীরোগ বিশেষজ্ঞরা কী বলছেন –
* অযাচিত গর্ভধারণের সঙ্কট কাটাতে এমার্জেন্সি পিল খেলে হতে পারে রক্তপাত।
* যৌনাঙ্গে সংক্রমণ, আলসার বা ভেরিকোজ় শিরার কারণে রক্তপাত হতে পারে।
* রুক্ষ যৌনতার কারণেও যৌনাঙ্গ থেকে বেরিয়ে আসতে পারে রক্ত।
* গর্ভপাত করালে রক্তপাত হতে পারে। সেক্ষেত্রে, সময় নষ্ট না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
* যৌন সংক্রমণ, যেমন ক্ল্যামিডিয়া হলে যৌনাঙ্গ থেকে রক্ত বেরোয়। এক্ষেত্রেও তৎক্ষণাৎ চিকিৎসা প্রয়োজন।
* যৌনাঙ্গ শুষ্ক হয়ে গেলেও রক্তপাত হতে পারে।
* মেনোপজ়ের সময় অযাচিত রক্তপাত হওয়া স্বাভাবিক ব্যাপার।
* গলদেশে (cervix) পরিবর্তন এলে রক্তপাত হতে পারে। ডাক্তারি ভাষায় একে বলা হয় একট্রোপিওন বা সার্ভাইকাল ইরোশন।
* সার্ভাইকাল ক্যান্সার হলে হতে পারে অযাচিত রক্তপাত। এটি একটি উপসর্গ।
* মার্তৃ জঠরে ক্যান্সার হলেও রক্ত বেরোতে পারে।
* সার্ভাইকাল বা এন্ডোমেট্রিক্যাল পলিপসের কারণে হতে পারে রক্তপাত।
* গর্ভনিরোধক বড়ি খাওয়ার প্রথম ৩ মাস অযাচিত রক্তপাত স্বাভাবিক ব্যাপার।