ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: যৌন মিলনের সময় মহিলাদের শীৎকার বা আওয়াজ পুরুষদের বেশ পছন্দের। যোনিপথে পুরুষাঙ্গ প্রবেশ করলে যন্ত্রণায় কাতরাতে থাকেন অনেক মহিলা। চরম মুহূর্তে সঙ্গিনীদের থেকে এই আওয়াজটি আশা করেন পুরুষেরা। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যৌনতা নিয়ে সাম্প্রতিকতম গবেষণায়।

সঙ্গীকে সন্তুষ্ট করতে মহিলারা অভিনয় করে থাকেন ওই চরম মুহূর্তে। প্রতি দশ জনের মধ্যে আট জন দম্পতি যৌন মিলনের সময় আওয়াজ করেন পুরুষ সঙ্গীকে খুশি করার জন্য। এমনই তথ্য উঠে এসেছে আমেরিকার ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীদের গবেষণায়। ১৬০০জন পুরুষ এবং মহিলার উপরে চালানো হয় এই গবেষণা।

বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ওমরি গিলাথ বলেছেন, “যৌনতা এবং বৈবাহিক সমস্যাগুলির সাথে যৌনমিলন জড়িত হয়। আমাদের গবেষণা ক্লিনিক্যালদেরকে আরও ভাল উপায়ে চিকিৎসা করতে সাহায্য করতে পারে।”

 সূত্র: কলকাতা২৪