kabadiফড়িং মিডিয়া – স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ ৮০-৮ পয়েন্টে রীতিমতো বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়াকে। এ বিশাল বিজয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের হয়তো বেশি বেশি মনে পড়ছে আগের ম্যাচটির কথা।

নিশ্চিত জয়ের পথে থাকা সে ম্যাচ বাংলাদেশ ৩৫-৩২ পয়েন্টে হেরেছিল দক্ষিণ কোরিয়ার কাছে। ওই ম্যাচটি জিতলে বাংলাদেশের সামনে তৈরি হতো সেমিফাইনালের সম্ভাবনা।

যদিও ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর ভারত ও দক্ষিণ কোরিয়ার কাছে হার। সেমিফাইনালের আশা শেষ হয়ে যাওয়ার পর আজ (সোমবার) রাতে বাংলাদেশ খেলেছে অর্জেন্টিনার বিপক্ষে।

কাবাডিতে অনভিজ্ঞ অস্ট্রেলিয়ার যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি তারা। এ জয়ে ৪ ম্যাচ শেষে বাংলাদেশ উঠে গেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এ গ্রুপ থেকেই আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও ভারত।