আমাদের জন্য লিখুন
Phoring Media™, LLC এ প্রকাশের জন্য আপনি যে কোন লেখা পঠাতে পারেন। যদি আপনার লেখা গ্রহনযোগ্য হয় তাহলে নামসহ আপনার লেখা প্রকাশ করা হবে। রাজনীতি ও ধর্মীয় বিষয় ছাড়া যে কোন বিষয় নিয়ে আপনার লেখা পাঠাতে নিচের নির্দেশনা অনুসরন করুন।
আমাদের কাছে লেখা পাঠানোর নিয়ম –
১। লেখা পাঠাতে হলে আপনাকে নিচের উভয় ইমেই ঠিকানায় ইমেইল পাঠাতে হবে-
২। ইমেইল এ অবশ্যই নাম, ঠিকানা, পেশা ও ইমেই ঠিকানা থাকতে হবে।
৩। ঠিকানায় অবশ্যই পোষ্ট কোড (Post Code) থাকতে হবে।
৪। যদি বিষয়ের সাথে মিল রেখে ছবি দেওয়া সম্ভব হয় তাহলে দিতে হবে। নাহলে বিষয়ের সাথে মিল রেখে ছবি যোগ করে প্রকাশ করা হবে।
৫। এই পদ্ধতিতে একজন সেচ্ছাসেবী লেখক হিসেবে আপনার লেখা প্রকাশ করা হবে।
আমাদের কাছে নিয়মিত লিখতে হলে কি করবেন ?
আপনার লেখা ভাল হলে এবং আপনি যদি নিয়মিত লিখতে চান তাহলে আপনি আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন। প্রতিনিধি হিসেবে কাজ করতে আমাদের কাছে আবেদন করতে হবে। আপনার আবেদন যাচাই করে আপনার সাথে যোগাযোগ করা হবে।
এই বিষয়ে বিস্তারিত জানতে আমারের Career পেইজ এ ভিজিট করুন।
Page Link: https://phoringmedia.com/career/
Note: রাজনীতি ও ধর্মীয় বিষয়ের লেখা প্রকাশের জন্য অবশ্যই আমাদের কাছে আপনার পরিচয় যাচাই করাতে হবে। (For the publication of political and religious topics you must need to verify your identity to Phoring Media™, LLC)