ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: যে ভুল স্বীকার করতে দু’বার ভাবে না।
যে ছেলে আপনার মুখে হাসি ফুটিয়ে রাখবে সারাক্ষণ।
যে আপনার অতীত জীবন বা সম্পর্ক দিয়ে আপনাকে বিচার করবে না।
যে আপনার আত্মবিশ্বাসকে প্রশ্রয় দেয়।
যে আপনাকে নিজের আত্মীয়-পরিজনের সঙ্গে আলাপ করিয়ে দিতে পিছ-পা হয় না।
যে পুরুষ নিজের কেরিয়ার ও আপনাকে সমান প্রাধান্য দেয়।
যে পুরুষ রান্না করতে জানে।
যে আপনাকে কখনও কোনও কিছু করতে বাধ্য করবে না।
যে সুখে-দুঃখে আপনার পাশে থাকবে।
আপনার পুরুষ-বন্ধুদের নিয়ে কোনও অপত্তি করবে না যে।
যে আপনার সঙ্গে সময় কাটানোর জন্য ছেড়ে আসতে পারে অন্যান্য পার্টিও।
সূত্র: এবেলা